Khelar Khobor's Facebook Wall

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=6291f9a86c74f7799220f3c1913bcb85&nttl=2011080902081252746&toppos=1

লন্ডনে আবারও ভয়াবহ দাঙ্গা

সোমবার তৃতীয় দিনের মতো দাঙ্গা চলছে ব্রিটেনের রাজধানী লন্ডনে। এদিন দাঙ্গা ভয়াবহ আকার ধারণ করলে রাজধানীর রাস্তায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে, লন্ডনের লেউইশ্যামে একাধিক প্রাইভেট কার এবং একটি বাস ও অনেকগুলো দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

হ্যাকনেতে পুলিশের গাড়িতে কয়েক জন তরুণ হামলা করলে মেয়ার স্টিটের কিছু অংশ সিল করে দিয়েছে পুলিশ।

এক ব্যক্তিকে রাস্তায় থামিয়ে দেহ তল্লাশি করার জের ধরে এ দাঙ্গার সূত্রপাত হয়। অবশ্য পুলিশ ওই ব্যক্তির কাছে কিছুই পায়নি।

বার্মিংহাম শহরের কেন্দ্রে বিপণীবিতান এলাকায় কম বয়সী ছেলেরা হামলা করে এবং দোকানের জানালার কাচ ভেঙে ফেলে। এর পরই এ এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এই দাঙ্গা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে লন্ডনের মেয়র বরিস জনসন ছুটি থেকে তড়িঘড়ি করে ফিরে আসছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রসচিব থেরেসা মেও ছুটি থেকে ফিরে এসেছেন। সহিংসতা দমনে করণীয় নিয়ে মেট্রাপলিটন পুলিশ প্রধানের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানা যাচ্ছে।

থেরেসা এই দাঙ্গাকে জঘন্য অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি।

সহিংসতার সূত্রপাত ঘটেছে মূলত গত শনিবার টোটেনহামে মার্ক ডুগান (২৯) নামে এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যার পর। সেদিন রাতেই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় জনতার।

শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের বাধার কারণে শুরু হওয়া সেই দাঙ্গা রোববার পর্যন্ত গড়ায়। সোমবার সন্ধ্যায় টোটেনহামের দ্য হাই ক্রসে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ার পর স্কটল্যান্ড ইয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার টিম গডউইন দাঙ্গাকারী তরুণদের বাবা-মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। বাবা-মায়ের উদ্দেশে তিনি বলেন, তারা যেনো তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগ করেন এবং শিগগির সাধারণ মানুষের জন্য লন্ডন শহরের সব রাস্তা ছেড়ে যেতে বলেন।

হ্যাকনে এলাকায় প্রায় ২শ‘ পুলিশ মোতায়েন করা হয়েছে। দাঙ্গাকারী তরুণদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। উচ্ছৃঙ্খল তরুণরা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দলে দলে বিভক্ত হয়ে অনেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ছে। কাঠের লাঠি ও লোহার রড নিয়ে তরুণরা পুলিশের গাড়িতে হামলা করছে।

এই সুযোগে কিছু দুর্বৃত্ত বিভিন্ন দোকানপাটে লুটপাট শুরু করে দিয়েছে। এরকম একাধিক দোকান থেকে লুটপাটকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

গত দুই দিনের দাঙ্গায় ২১৫ জনকে আটক করা হয়েছে এবং ২৫ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বার্মিংহাম শহরে কেন্দ্রে একাধিক দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বার্মিংহাম ক্যাথেড্রালের নিকটে ম্যাকডোনাল্ডস ও চেসোপসের দোকানের জানালা ভেঙ্গে ফেলা হয়েছে।













রবিবার, ১ মে, ২০১১

http://www.amardeshonline.com/pages/details/2011/05/01/79405


http://www.banglanews24.com/detailsnews.php?nssl=fcb81d80812ce559d11b778ac709b82a&nttl=2011050238474&toppos=1

লাদেন নিহত

ওয়াশিংটন: আল কায়দা নেতা ওসামা বিন লাদেন মারা গেছেন। সোমবার মার্কিন কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর গণমাধ্যমে প্রচার করে। পরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশন ভাষণে লাদেনের মৃত্যুর খবর ঘোষণা দেন।

বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিটে টেলিভিশনে ওবামা বলেন, লাদেন পাকিস্তানে মারা গেছে। রোববার তাকে হত্যার উদ্দেশ্যে মার্কিন বাহিনী পাকিস্তানে অভিযান চালায়। ওই অভিযানে লাদেনের মৃত্যু হয়েছে।

ওবামা বলেন, লাদেনে মৃত্যুর মধ্য দিয়ে ১১ সেপ্টেম্বরর হামলার বিচার পূর্ণ হলো।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন লাদেনের মৃত্যু হলেও আল কায়দা যুক্তারাষ্ট্রে হামলা অব্যাহত রাখবে।

হোয়াইট হাউজে আকস্মিক ভাষণে ওবামা বলেন, লাদেন গোটা বিশ্বে হত্যাযজ্ঞ চালিয়েছে। সে হাজার হাজর নিরাপরাধ নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে।

লাদেনের মৃত্যুর খবর টেলিভিশনে খবর প্রচাররের পর হাজার হাজার মাকিনী গভীর রাতে হোয়ইট হাউজের সামনে জড়ো হয়। এসময় জনসাধারণ উল্লাসে ফেটে পড়ে।

লাদেনের মৃত্যুর খবরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, লাদেনের মৃত্যু যুক্তরাষ্ট্র বাসীর বিজয়।

এদিকে লাদেনের মৃত্যুর খবর প্রচারের পর স্টেট ডিপার্টমেন্ট সারা বিশ্বে মার্কিন দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সারা বিশ্বের মার্কিন নাগরিকদের চলাচলের ওপরও সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।

বার্তা সংস্থা সিএনএন একটি সূত্রের উল্লেখ করে জানায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন গোয়েন্দারা অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেছে।

শুক্রবার, ২২ এপ্রিল, ২০১১


http://www.amardeshonline.com/pages/details/2011/04/23/78046


http://www.amardeshonline.com/pages/details/2011/04/21/77727


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/77947


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/77948


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/77975


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/78008


http://www.amardeshonline.com/pages/details/2011/04/21/77832


http://www.amardeshonline.com/pages/details/2011/04/20/77687


http://www.amardeshonline.com/pages/details/2011/04/20/77676


http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=7746%3A2011-04-19-16-41-27&catid=49%3A2010-08-31-09-43-32&Itemid=83


http://www.sheershanews.com/?view=details&data=Jobs&news_type_id=1&menu_id=1&news_id=10696


সোমবার, ১৮ এপ্রিল, ২০১১

http://www.amardeshonline.com/pages/details/2011/04/19/77521


http://www.sheershanews.com/index.php?view=details&data=Host&news_type_id=1&menu_id=1&news_id=10614


http://www.sheershanews.com/index.php?view=details&data=Emirates&news_type_id=1&menu_id=1&news_id=10579


http://www.sheershanews.com/index.php?view=details&data=Book&news_type_id=1&menu_id=1&news_id=10534


http://www.sheershanews.com/index.php?view=details&data=Visa&news_type_id=1&menu_id=1&news_id=10583


http://www.sheershanews.com/index.php?view=details&data=Wallpaper&news_type_id=1&menu_id=1&news_id=10587


http://www.sheershanews.com/index.php?view=details&data=Recipe&news_type_id=1&menu_id=1&news_id=10561


http://www.amardeshonline.com/pages/details/2011/04/19/77513


http://www.amardeshonline.com/pages/details/2011/04/19/77527


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77398


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77280


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77382


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77391


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77317


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77384


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77368


http://www.sheershanews.com/index.php?view=details&data=Car&news_type_id=1&menu_id=1&news_id=10457


http://www.sheershanews.com/index.php?view=details&data=Recipe&news_type_id=1&menu_id=7&news_id=10443


http://www.sheershanews.com/index.php?view=details&data=Tax&news_type_id=1&menu_id=1&news_id=10465


http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a7cde78dc3c25e85fa5cba29a6704fbf&nttl=2011041836762&toppos=1

শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় সরকারের বিরুদ্ধে মামলা

ঢাকা: শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় সরকারের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ৫ জন আইনজীবী সোমবার সকালে এ রিট মামলাটি দায়ের করেন।

দায়েরকৃত মামলায় শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দুই দিনের মধ্যে প্রকাশের দাবি করা হয়। মামলায় মন্ত্রী পরিষদের সচিবসহ দশ সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশের নিষ্ক্রয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহ সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরশেদ বাংলানিউজকে জানান, এর আগে তিনি ৭ দিনের মধ্যে শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে গত ১২ এপ্রিল সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে শেয়ার কেলেংকারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তিও দাবি করেন তিনি।

মনজিল মোরশেদ বলেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত সচিব, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএমপি কমিশনার এবং মতিঝিল থানার ওসির কাছে এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না  নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর পুঁজিবাজারে ব্যাপক ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে।