Khelar Khobor's Facebook Wall

শুক্রবার, ২২ এপ্রিল, ২০১১


http://www.amardeshonline.com/pages/details/2011/04/23/78046


http://www.amardeshonline.com/pages/details/2011/04/21/77727


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/77947


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/77948


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/77975


http://www.amardeshonline.com/pages/details/2011/04/22/78008


http://www.amardeshonline.com/pages/details/2011/04/21/77832


http://www.amardeshonline.com/pages/details/2011/04/20/77687


http://www.amardeshonline.com/pages/details/2011/04/20/77676


http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=7746%3A2011-04-19-16-41-27&catid=49%3A2010-08-31-09-43-32&Itemid=83


http://www.sheershanews.com/?view=details&data=Jobs&news_type_id=1&menu_id=1&news_id=10696


সোমবার, ১৮ এপ্রিল, ২০১১

http://www.amardeshonline.com/pages/details/2011/04/19/77521


http://www.sheershanews.com/index.php?view=details&data=Host&news_type_id=1&menu_id=1&news_id=10614


http://www.sheershanews.com/index.php?view=details&data=Emirates&news_type_id=1&menu_id=1&news_id=10579


http://www.sheershanews.com/index.php?view=details&data=Book&news_type_id=1&menu_id=1&news_id=10534


http://www.sheershanews.com/index.php?view=details&data=Visa&news_type_id=1&menu_id=1&news_id=10583


http://www.sheershanews.com/index.php?view=details&data=Wallpaper&news_type_id=1&menu_id=1&news_id=10587


http://www.sheershanews.com/index.php?view=details&data=Recipe&news_type_id=1&menu_id=1&news_id=10561


http://www.amardeshonline.com/pages/details/2011/04/19/77513


http://www.amardeshonline.com/pages/details/2011/04/19/77527


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77398


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77280


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77382


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77391


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77317


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77384


http://www.amardeshonline.com/pages/details/2011/04/18/77368


http://www.sheershanews.com/index.php?view=details&data=Car&news_type_id=1&menu_id=1&news_id=10457


http://www.sheershanews.com/index.php?view=details&data=Recipe&news_type_id=1&menu_id=7&news_id=10443


http://www.sheershanews.com/index.php?view=details&data=Tax&news_type_id=1&menu_id=1&news_id=10465


http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a7cde78dc3c25e85fa5cba29a6704fbf&nttl=2011041836762&toppos=1

শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় সরকারের বিরুদ্ধে মামলা

ঢাকা: শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় সরকারের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ৫ জন আইনজীবী সোমবার সকালে এ রিট মামলাটি দায়ের করেন।

দায়েরকৃত মামলায় শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দুই দিনের মধ্যে প্রকাশের দাবি করা হয়। মামলায় মন্ত্রী পরিষদের সচিবসহ দশ সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশের নিষ্ক্রয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহ সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরশেদ বাংলানিউজকে জানান, এর আগে তিনি ৭ দিনের মধ্যে শেয়ার কেলেংকারির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে গত ১২ এপ্রিল সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে শেয়ার কেলেংকারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তিও দাবি করেন তিনি।

মনজিল মোরশেদ বলেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত সচিব, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএমপি কমিশনার এবং মতিঝিল থানার ওসির কাছে এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না  নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর পুঁজিবাজারে ব্যাপক ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

শনিবার, ১৬ এপ্রিল, ২০১১

http://www.amardeshonline.com/pages/details/2011/04/15/77066


http://www.amardeshonline.com/pages/details/2011/04/15/77068


http://www.sheershanews.com/index.php?view=details&data=Islamic&news_type_id=1&menu_id=1&news_id=10233


http://www.sheershanews.com/index.php?view=details&data=Travel&news_type_id=1&menu_id=5&news_id=10217


http://www.sheershanews.com/index.php?view=details&data=Food&news_type_id=1&menu_id=1&news_id=10164


বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

http://www.sheershanews.com/?view=details&data=Economics&news_type_id=1&menu_id=4&news_id=10206


জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

ঢাকা, ১৪ এপ্রিল (শীর্ষ নিউজ ডেস্ক): ভূমিকম্প যেন পিছু ছাড়ছে না জাপানের। আজ বৃহস্পতিবার আবারো ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশটি। ভোরে উত্তর-পশ্চিম জাপানের হনসু দ্বীপ থেকে ১৯০ কিলোমিটার পূর্বে সমুদ্র তলে এ ভূকম্পন অনুভূত হয় বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেয়া সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
শক্তিশালী এ ভূকম্পনের পর ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ এখনো পাওয়া যায়নি। তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে সমুদ্র তলে ভূকম্পন অনুভূত হলেও সুনামির আশঙ্কা নেই।
উল্লেখ্য, গত ১১ মার্চ জাপানে ৯.১ মাত্রার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=0f95dfab9bdeefaeeb44dcb164c8dd02&nttl=2011041436373

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে বাবা ও মেয়ে নিহত


বান্দরবান প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কদমতলী গ্রামে শসস্ত্র সন্ত্রাসীদের গুলিতে চিজিমনি চাকমা (৩৫) ও তার দুই বছরের কন্যাশিশু অর্কি চাকমা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭টি গুলির খোসাসহ ১টি গুলি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র ক্যাডারদের একটি গ্রুপ বুধবার রাত ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার মরিশ্যা ইউনিয়নের কদমতলী গ্রামের চিজিমনি চাকমার বাসায় ঢোকে। ঘুমন্ত অবস্থায় তারা বাবা-মেয়েকে গুলি করে হত্যা করে।

চিজিমনি চাকমা জেএসএস সংস্কারপন্থী দলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে জেএসএস (সংস্কারপন্থী)।

তবে এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছে জেএসএস।

এ ব্যাপারে জেএসএস (সংস্কারপন্থী) কেন্দ্রীয় সদস্য তাতিন্দ্র লাল চাকমা (মেজর পেলে) বাংলানিউজকে বলেন, ‘সন্তুু লারমার গ্রুপ রাতের অন্ধকারে গিয়ে তাদের নির্মমভাবে হত্যা করেছে।’

এলাকায় সশস্ত্র আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই নির্মম হত্যাকা- ঘটতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

জেএসএস তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বাংলানিউজকে বলেন, ‘পার্বত্য জনসংহতি সমিতি গণতান্ত্রিকভাবে নিয়মাতান্ত্রিক আন্দোলন করছে, এ ধরনের ঘটনায় আমাদের কোনো সদস্য জড়িত থাকার প্রশ্নই আসে না।’

অন্যদিকে, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তি দেব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংগ্য মারমা এক যুক্ত বিবৃতিতে ওই হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ইউপিডিএফ নেতৃবৃন্দ জেএসএস এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

জেলার বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার নিহতের স্ত্রী রতœা চাকমা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তিন পার্বত্য জেলার আদিবাসীরা যখন বৈসাবি উৎসব আনন্দে ভাসছে, ঠিক তখনি এ ধরনের নির্মম হত্যাকা-ের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এসো হে বৈশাখ, এসো এসো





http://www.sheershanews.com/?view=details&data=Hotel&news_type_id=1&menu_id=1&news_id=10101


http://www.sheershanews.com/index.php?view=details&data=Food&news_type_id=1&menu_id=1&news_id=10164


http://www.sheershanews.com/?view=details&data=News&news_type_id=1&menu_id=1&news_id=10128


বুধবার, ১৩ এপ্রিল, ২০১১

http://www.amardeshonline.com/pages/details/2011/04/13/76683


http://www.amardeshonline.com/pages/details/2011/04/13/76786


http://www.amardeshonline.com/pages/details/2011/04/13/76785


http://www.sheershanews.com/?view=details&data=Islamic&news_type_id=1&menu_id=1&news_id=10033


http://www.sheershanews.com/?view=details&data=Visa&news_type_id=1&menu_id=1&news_id=10042


http://www.sheershanews.com/?view=details&data=Recipe&news_type_id=1&menu_id=1&news_id=10006