Khelar Khobor's Facebook Wall

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

http://www.sheershanews.com/?view=details&data=Economics&news_type_id=1&menu_id=4&news_id=10206


জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প

ঢাকা, ১৪ এপ্রিল (শীর্ষ নিউজ ডেস্ক): ভূমিকম্প যেন পিছু ছাড়ছে না জাপানের। আজ বৃহস্পতিবার আবারো ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশটি। ভোরে উত্তর-পশ্চিম জাপানের হনসু দ্বীপ থেকে ১৯০ কিলোমিটার পূর্বে সমুদ্র তলে এ ভূকম্পন অনুভূত হয় বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেয়া সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
শক্তিশালী এ ভূকম্পনের পর ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ এখনো পাওয়া যায়নি। তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে সমুদ্র তলে ভূকম্পন অনুভূত হলেও সুনামির আশঙ্কা নেই।
উল্লেখ্য, গত ১১ মার্চ জাপানে ৯.১ মাত্রার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন